তাসলিমা রত্না (ময়মনসিংহ):
ঈদ পূর্ব আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সম্পর্কিত প্রশ্নের জবাবে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান, ডিবি’র ওসি আবুল হোসেনের নেতৃত্বে ১,২,৩ নং পুলিশ ফাঁড়ির অফিসার ফোর্স সর্বক্ষন সাদা পোশাকে বিভিন্ন সোর্সের মাধ্যমে অপরাধ কর্মকাণ্ডের সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যউপাত্ত সংগ্রহ করে সাঁড়াশি অভিযানে প্রস্তুতি গ্রহন করার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ঈদ পূর্ব প্রসঙ্গে আলোচনা কালে মাদক ছিনতাই সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে পুলিশ যৌথবাহিনী কর্ম পরিকল্পনা প্রনয়ণ করেছেন বলে জানান। তারা আশা প্রকাশ করেন জনজীবনে স্বাভাবিক স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা এবং ঈদ যাত্রীদের ঘরে ফেরার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছি।পবিত্র মাহে রমজান শেষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরীর বিভিন্ন জায়গায় পুলিশ অতন্দ্র পহরির ন্যায় কাজ করবে।
ঈদের কেনাকাটা করতে যারা শহরে আসা যাওয়া মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি, মলমপার্টির সদস্যদের অপতৎরতা রোধে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় থানা ও গোয়েন্দা পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি করেছেন বলে জানান এই দুই অফিসার ইনচার্জ।