27.2 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে য়ংড বৌদ্ধ বিহারের ১২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফাল্গুনী পূর্ণিমা পালিত

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:::

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রাচীনতম য়ংড বৌদ্ধ বিহারের ২২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফাল্গুনী পূর্ণিমা উদযাপন করা হয়।

বৃহস্পতিবার ( ১৩মার্চ ) সকাল সাতটার পর থেকে খাগড়াছড়ি সদর ও বিভিন্ন উপজেলা থেকে ভক্তরা দানীয় সামগ্রী নিয়ে য়ংড বৌদ্ধবিহারের আসতে শুরু করে।

সকালে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল সূত্র, ধর্মীয় পতাকা উত্তোলন, পুষ্পপুজা, বুদ্ধপুজা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কল্পতরুদান, হাজার প্রদীপদান, বিভিন্ন বিহারের ভিক্ষু সংঘের ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় হাজারো প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়।

প্রতি বছর ন্যায় ফাল্গুনী পূর্ণিমা ও য়ংড বৌদ্ধ বিহারের ১২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। এ উপলক্ষে তিনদিন ব্যাপী মহা পটঠান পাঠ উপসম্পদা অনুষ্ঠিত হয়।

ভক্ত জুই চাকমা, জুলি মারমা জানান, ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহার জেলার মধ্যে এই বিহারটি জাগ্রত। এ বিহারে আসলে মন প্রাণ ভালো হয়ে যায়। অনেক বছর ধরে এ বিহারের সকল ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বুদ্ধ পুজা শেষ করে বিহার থেকে বের হলাম। সবার জন্য মঙ্গল কামনা করি। ফাল্গুনী পূর্ণিমায় ভক্ত বেশি হয় এ বিহারে।

য়ংড বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ বলেন, বিহারের ১২১তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী দুলর্ভ অভিধর্ম পটঠান পাঠ আজ শেষ হয়েছে। সকালে মঙ্গর প্রদীপ প্রজ্বলন ও কেক কেটে অনুষ্ঠাত শুরু হয়। দূর-দুরান্ত থেকে বিভিন্ন বিহার থেকে ভিক্ষুসংঘ বিহারে এসেছে। কয়েক জন ভিক্ষু ভক্তদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর