26 C
Dhaka
Thursday, October 2, 2025

সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে নাটোরে জেলা প্রাশাসক কার্য্যলয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরে কর্তব্যরত সাংবাদিকদের উপর বরখাস্তকৃত এসপির হামলা এবং সিংড়ায় সমকাল প্রতিনিধি আব্দুর রশিদকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নাটোর জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত গণমাধ্যমের কর্মীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত নাটোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের কার্যালয়ে পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

তারা অবিলম্বে সিংড়ায় গ্রেপ্তারকৃত দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুর রশিদকে নিঃশর্ত মুক্তি, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান মোল্লাকে বরখাস্ত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার, সিংড়া ইউএনর বদলির এবং নাটোর আদালতে কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের উপরে বরখাস্তকৃত এসপির হামলার বিচার দাবি করা হয়। সেই সঙ্গে নারী নির্যাতন মামলার আসামি ওই বরখাস্তকৃত এসপিকে কেন হ্যান্ডকাপ ছাড়া আদালতের জিআরও চেয়ারে বসানো হলো তার সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়। অবিলম্বে এ সকল দাবি মেনে নেওয়া না হলে নাটোর জেলা সহ সারা বাংলাদেশে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন নাটোর জেলা স্বার্থ রক্ষা কমিটির নেতৃবৃন্দ।

পবিত্র রমজান মাসে বিপুল সংখ্যক সাংবাদিক রোদ গরম উপেক্ষা করে দুই ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও নিউজ 24 এর নাটোর জেলা প্রতিনিধি মোঃ নাসিম উদ্দিন এবং এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান এবং ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর