24.5 C
Dhaka
Friday, October 3, 2025

চাঁদাবাজি অভিযোগে খাগড়াছড়িতে ৪ ভুয়া সাংবাদিক গ্রেফতার

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:::

বিএনপির মিডিয়া সেলের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে চার ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

আটকদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন কুমিল্লার দেবিদ্বারের তোফায়েল আহমেদ, মোস্তাফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান রিয়াদ, খাগড়াছড়ির মানিকছড়ির মোক্তাদির হোসেন ও গুইমারার মো. জয়নাল আবেদীনের ছেলে আল আমীন।

সোমবার রাতে ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের ভাঙা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতাররা কখনো নিজেদের দৈনিক দিনকাল ও দিগন্ত টিভিসহ একাধিক গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিতেন। তবে তাদের কাছে কোনো পরিচয়পত্র ছিল না। অভিযানের সময় গণতদন্ত স্টিকার লাগানো একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আসামিরা একটি প্রাইভেটকারে দীঘিনালার রাকীব ও সেন্টুর ব্রিক ফিল্ডে গিয়ে নিজেদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ও মিডিয়া সেলের সদস্য পরিচয় দেন।

তারা ব্রিক ফিল্ড মালিকদের হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। মালিক সেন্টু এক লাখ টাকা দিলেও বাদী মো. আলমগীর হোসেন এক লাখ টাকা দিতে চাইলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আরও চাঁদা দাবি করেন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, সোমবার চার ব্যক্তি এসে নিজেদের বিএনপির মিডিয়া সেলের প্রতিনিধি বলে পরিচয় দেন এবং তার সাক্ষাৎকার নেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, অভিযোগের ভিত্তিতে চার ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর