আল আমিন, নাটোর প্রতিনিধি :::
নাটোর জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্সরুমে আয়োজিত কর্মশালায় ক্যাম্পেইন বিষয়ক নানা তথ্য তুলে ধরে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন।
কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন জানান, আগামী ১৫ মার্চ সারাদেশের মত নাটোর জেলার ৭টি উপজেলায় একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৫,৫৯২ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,২৩,০৩৩ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ১৪২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ২৩৩ পরিবার কল্যাণ সহকারি এবং ২৭৭৬ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।
এ সময় ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করার তিনি।