25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

দেশব্যাপি চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে নাটোর মানববন্ধন অনুষ্ঠিত

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি ::

দেশব্যাপি ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতি, নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং লাগাতার ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর স্বার্থ রক্ষা কমিটি ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে শ্লোগান দেন। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং এ বিষয়ে সামাজিক ও রাষ্ট্রীয় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর সহিংসতা চরম আকার ধারণ করেছে, যা রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিচ্ছবি। অপরাধীদের যথাযথ বিচারের আওতায় না এনে ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতি চালু রাখা হয়েছে, যা ধর্ষকদের আরও উৎসাহিত করছে।

এসময় নাটোর স্বার্থ রক্ষা কমিটির পক্ষ থেকে সরকারের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সংগঠনটি ধর্ষণের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল ও ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের আহ্বান জানায়। একই সঙ্গে ভিকটিমের পরিচয় গোপন রেখে অপরাধীদের নাম-পরিচয় প্রকাশের দাবি জানানো হয়। এছাড়া, ভিকটিম ব্লেমিং বন্ধে কঠোর আইন প্রয়োগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

মানববন্ধনে নাটোর স্বার্থ রক্ষা কমিটির যুগ্ম সদস্য সচিব নাহিদ আহমেদ বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতার মাত্রা চরমে পৌঁছেছে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের রক্ষাকবচ হিসেবে কাজ করছে। এটি আমাদের সমাজকে এক ভয়াবহ নীতিহীনতার দিকে ঠেলে দিচ্ছে। আমরা সরকারের কাছে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি, যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

মানববন্ধনে নাটোর স্বার্থ রক্ষা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানি উল ইসলাম, যুগ্ম সদস্য সচিব নাহিদ আহমেদ, মাহমুদ চৌধুরী নিলয়, সদস্য বুশরাত জাহান বন্নী, শারমিন শায়রা প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর