25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

রৌমারীতে শ্রমিকলীগ নেতা মতিন গ্রেপ্তার

আরও পড়ুন

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় শ্রমিকলীগ নেতা আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) আসামি মতিনকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার শহরের ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রৌমারী থানার ওসি লৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আব্দুল মতিন উপজেলার বন্দবেড় ইউনিয়নের চর বন্দবেড় এলাকার সামস উদ্দিনের ছেলে। তিনি রৌমারী উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ২০২৪ সালের ৪ আগস্ট কোটাবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের লক্ষ্যে রৌমারী সরকারি কলেজ মাঠে সমবেত হয় সাধারণ শিক্ষার্থী-জনতা।

এ সময় আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর অবৈধ পিস্তল, দেশীয় অস্ত্র, চাপাতি, চাইনিজ কুড়াল ও ককটেল বিভিন্ন অস্ত্রসহ তাদের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত বছরের ২৭ ডিসেম্বর রৌমারী থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন ইসরাফিল হক নামে এক যুবক। এ মামলায় উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মতিনকে গ্রেপ্তার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর