স্টাফ রিপোর্টার ::
বরগুনায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে নারী নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে নারী শিক্ষা থেকে ঝড়ে পড়া রক্ষার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয় ।
আজ ০৯ মার্চ রবিবার সকাল ১০ টায় গন স্বাক্ষর কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক সহ বরগুনার সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক এর কাছে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে। যেখানে নারী নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে নারী শিক্ষা থেকে ঝড়ে পড়ার কারণ ও সমস্যা সমাধানের জন্য দাবি জানানো হয়।
জেলা প্রশাসক বরগুনা সফিউল আলম এসময় শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি প্রেরণের ব্যবস্থা গ্রহন করবেন।