25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

কুড়িগ্রামে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন

আরও পড়ুন

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

নির্দেশনা না মানায় কুড়িগ্রামে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (৭ মার্চ) ও শনিবার দিনভর চালানো অভিযানে জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ দল।

কুড়িগ্রাম পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবেশ অধিদফতর জানায়, চলতি মৌসুমে কুড়িগ্রামে ১০৮টি ইটভাটায় ইট পোড়ানো শুরু হয়। এসব ভাটার মধ্যে ৭২টি অবৈধ। গত ১ মার্চ পর্যন্ত চলতি মৌসুমে জেলায় ৬১টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ৪১টি অবৈধ ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে এসব ইটভাটার বেশির ভাগই চালু করা হয়েছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান সূত্রে জানা গেছে, জেলায় চলমান অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। আগে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ার পর আবার চালু করেছে এমন অবৈধ ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার জেলার ফুলবাড়ী উপজেলায় এবং শনিবার নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ফুলবাড়ী উপজেলার খড়িবাড়িতে অবস্থিত মেসার্স এমএবি ব্রিকস নামক ইটভাটার চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও ভাটার আগুন নিভিয়ে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

একইভাবে শনিবার ভ্রাম্যমাণ আদালত জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে মেসার্স এসএস ফোর নামে ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘বন্ধ করে দেওয়ার পর আবার চালু করায় দুই দিনে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো চালু থাকলে সেগুলোকেও একই পরিণতি ভোগ করতে হবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর