মহিউদ্দীন চৌধুরী,পটিয়া চট্টগ্রাম::
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া থানার মোড় চত্বরে অসহায় ও মেহনতী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে পটিয়া উপজেলা বিএনপি। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এ আয়োজন করা হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ, পটিয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম নেছার চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির, ইবরাহীম কবির কমিশনার, নাছির উদ্দীন, কলিম উল্লাহ চৌধুরী, জমির উদ্দীন চৌধুরী, জিল্লুর রহমান, মনির আহমদ সেলিম, ইদ্রিচ পানু, মিশকাত আহমদ, ছাত্রদল নেতা রবিউল হোসেন রবি, এস. এম সুমন, নুরুল আমিন মধু, জসিম উদ্দীন, আমির হোসেন, যুবদল নেতা আবছার উদ্দীন সোহেল, লোকমান, ছাত্রদল নেতা তারেক, মারুফ আবদুল্লাহ, মো. আজিম, রবিউল হোসেন বাদশা, নাজমুল, সোহেল, নাজিম, আকতার হোসেন, মামুন সিকদার, মাহাবুব আলম মেম্বার,এম এ রুবেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, “পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আজকের এই ইফতার বিতরণের মাধ্যমে আমরা সমাজের অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আমরা আল্লাহর দরবারে দোয়া করছি।”
অনুষ্ঠানে বক্তারা বিএনপির ঐক্য, ভবিষ্যৎ কর্মসূচি এবং দেশ ও দলের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ইফতার বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।