25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

রৌমারীতে পদ পেয়েই নিজ দলের নেতাকে পেটালেন বিএনপি নেতা

আরও পড়ুন

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক পদ পেয়ে ইউপি কৃষকদলের নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে।

বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রৌমারী সদর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাককে প্রকাশ্যে পেটানো হয় বলে জানা গেছে।

অভিযুক্ত বিএনপি নেতা আব্দুর রাজ্জাক রৌমারী সদর ইউপি চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক। মঙ্গলবার (৪ মার্চ) রাতে এ কমিটি ঘোষণা করা হয়। ভুক্তভোগী কৃষকদল নেতা আব্দুর রাজ্জাক সদর ইউনিয়নের কৃষকদলের সদস্য সচিব।

ভুক্তভোগী কৃষকদল নেতা আব্দুর রাজ্জাকের অভিযোগ, ‘মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর ওই কমিটি নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিই। পোস্টটি আহ্বায়ক আব্দুর রাজ্জাকের পছন্দ না হওয়ায় ক্ষিপ্ত হন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তিনি আকস্মিক আমার ওপর তেড়ে আসেন। কেন ফেসবুকে পোস্ট দিয়েছি তা জানতে চেয়ে আমাকে কিলঘুষি মারতে থাকেন।

প্রত্যক্ষদর্শী উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবুল হাসেম বলেন, ‘ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে উপজেলা বিএনপির নব নির্বাচিত আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সঙ্গে ইউপি কৃষকদল নেতা আব্দুর রাজ্জাকের বাকবিতণ্ডা হয়। এ পর্যায়ে তাকে ঘুষি মারেন। পরে তাকে সরিয়ে নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে নব নির্বাচিত আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ‘সে আমার ভাগিনা হয়। একই এলাকায় বাড়ি। আমাকে নিয়ে ফেসবুকে উদ্ভট কথাবার্তা লিখেছে। আমি তাকে পোস্ট ডিলিট করতে বলি। শুধু কথা কাটাকাটি হয়েছে। আমি মারপিট করিনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর