25 C
Dhaka
Thursday, October 2, 2025

কোনাবাড়িতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

আরও পড়ুন

 

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া পুরাতন চায়না মার্কেটে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন গোডাউন মালিকসহ ক্ষতিগ্রস্তরা। বুধবার (৫ মার্চ) রাত পৌনে দশটার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান,আমবাগ পুরাতন চায়না মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে আনুমানিক ১০ কোটি টাকার মালামাল। ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার ৫ মার্চ রাত পৌনে দশটার সময় কোনাবাড়ী আমবাগ পশ্চিমপাড়া পুরাতন চায়না মার্কেটে কামরুল এর
ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে আশেপাশে থাকা ১৫ টি ঝুটের গোডাউন, ৬ টি দোকান,৮টি বাসার কক্ষ ও ১ টি মিনি গার্মেন্টস ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে।তারা আগুন নিভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায়
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।
পরে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ঝুট গোডাউনের মালিক ইউসুফ বলেন,আমি বাসায় আছিলাম হঠাৎ শুনি গোডাউনে আগুন লাগছে। আইসা দেহি আমার গোডাউনেও আগুন দাউদাউ কইরা জ্বলতাছে। তিনি বলেন আমার প্রায় ২৮ লাখ টাকার মালামাল ছিলো। সব পইড়া
কয়লা হইয়া গেছে। সামনে ঈদ কেমনে চলমু আল্লাহ জানে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান,আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন,অগ্নি কাণ্ডের ঘটনায় আহত-নিহতের খবর পাওয়া যায়নি।
অপরদিকে ফায়ার সার্ভিস বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বললেও মার্কেট মালিক আনোয়ার পারভেজ বলছেন ভিন্ন কথা। তার দাবি
উদ্দেশ্য প্রণোদিতভাবে চায়না মার্কেটের গোডাউন গুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর