আল আমিন, নাটোর প্রতিনিধি ::
নাটোরের বড়াইগ্রামে দুই শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ১৭ জন আহত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা মৎস্যজীবিপাড়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সেলিম হোসেন(৩২) রেহেনা বেগম(৪০) অফলা বেগম (২৫) শরী খাতুন (৬৫), নাসির হোসেন (২৭), সবের আলী (৩৫), বীরেন প্রামানিক (৬০) জহুরা বেগম (৫৫), ফজলু প্রামানিক (৩৫) নাসিমা বেগম (২৫), সোনা খাতুন(৫৫) শুক চাঁদ মিয়া (৪০) মতিন খা(৩০), রফিকুল ইসলাম (২০), শাকিল হোসেন (২৬), নার্গিস বেগম (৩০) রাইদুল হোসেন(১৭)।
জানা যায়, বুধবার বিকেলে চামটা মৎস্যজীবী পাড়া গ্রামের লাল চাঁদ মিয়ার মেয়ে আছিয়া খাতুন (৬) ও নদী খাতুন (১২) এর মধ্যে মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে আছিয়ার মা নাসিমা বেগম নদীকে বকাবকি করে। কিন্তু নদী বাড়িতে গিয়ে বলে তাকে মারপিট করা হয়েছে। বুধবার সকালে নাসিমা বেগম বাজারে যাওয়ার সময় নদীর বাবা মতিন খাঁ ও তার লোকজন তাকে মারপিট করে। তাকে উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাধে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। এখানো কোন অভিযোগ আসেনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।