25 C
Dhaka
Thursday, October 2, 2025

চৌদ্দগ্রামে ৫৫ কেজি গাঁজা ও ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক ২

আরও পড়ুন

 

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার কালিকাপুর ইউনিয়নের দ্বিতীয় বদরপুর (মিরশ্বানী টিলা) এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে মো: তাজুল ইসলাম (২৮) ও পটুয়াখালীর জেলার সদর থানার মো: আকাব্বর আলীর ছেলে মো: বায়েজীদ হোসেন (৩০)। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সাড়ে বারোটায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি আভিযানিক দল উপজেলার মিরশ্বানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নালঘর রাস্তার মাথা থেকে ৫১ কেজি গাঁজা ও ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মো: তাজুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত তাজুল ইসলামের বাড়ী উপজেলার কালিকাপুর ইউনিয়নের দ্বিতীয় বদরপুর (মিরশ্বানী টিলা) গ্রামে।
এদিকে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম বাজারস্থ পূবালী ব্যাংকের সামনে থেকে ৪ কেজি গাঁজা সহ পটুয়াখালী জেলার সদর থানার মো: বায়েজিদ ইসলামকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধ মাদক নিয়ন্ত্রণ আইনে চৌদ্দগ্রাম থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর