25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

হবিগঞ্জে যাত্রী উঠানামা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

আরও পড়ুন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি::

হবিগঞ্জের লাখাইয়ে ইজিবাইকে যাত্রী
উঠানামা নিয়ে দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

স্থানীয়রা জানান, লাখাই উপজেলার বুল্লাবাজারে ইজিবাইককে যাত্রী উঠানো নামানো নিয়ে স্থানীয় সিংহ গ্রামের দাইরুল গ্রামের মিলন মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী মাইজহাটি গ্রামের তৌহিদ মিয়ার সাথে গতকাল সোমবার কথা-কাটাকাটি হয়। এরপর বিকেলে উভয় পক্ষের ম‌ধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে আজ মঙ্গলবার সকালের দিকে দুইপক্ষ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন,লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব‌ন্দের আলী মিয়া জানান, সংঘর্ষের খবর পে‌য়ে পু‌লিশ প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর