25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

কুয়াকাটায় র‍্যাব-কোস্টগার্ডের অভিযানে ৪ লক্ষ ইয়াবাসহ আটক ১৬

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালী:

পটুয়াখালীর কুয়াকাটায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে সমুদ্রপথে পাচারকালে ৪ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারী আটক হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী চলমান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে গত ২৬ ফেব্রুয়ারি বুধবার রাত ৮টা থেকে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার মধ্যরাত ১টা পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকতের লেবুর চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ও বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন নিজামপুরের যৌথ অভিযানে ফিশিং ট্রলারে অভিনব কায়দায় জালের মধ্যে লুকানো অবস্থায় ১ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সাঈদ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্তাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০) এবং খলিল আহম্মদ (৩৯)। তারা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযানকালে আরও ৩ লক্ষ পিস ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়, যার ফলে সর্বমোট ৪ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় র‍্যাব এবং কোষ্টগার্ড টানা দুই দিন যৌথ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবা, পাচারকারী এবং জব্দকৃত ট্রলার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর