25 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় ৫ নারীসহ আটক -১০

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে এক কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় ৫ নারীসহ ১০ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া পৌরশহরের ছাতিয়ানগাছা সড়কের দক্ষিণ খ্রিস্টানপাড়া এলাকা থেকে স্থানীয়রা অপহরণের জন্য ব্যবহৃত মাইক্রোবাস সহ ১০ অপহরণকারীকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ এসে আটককৃত ১০ অপহরণকারীকে থানায় নিয়ে আসে এবং মাইক্রোবাস জব্দ করে।

জানা যায়, রাজশাহী গোদাগাড়ি এলাকা থেকে মাইক্রোবাসযোগে আসে অপহরণকারীরা। তারা বনপাড়ার ছাতিয়ানগাছা সড়ক থেকে কলেজ ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে এনে মাইক্রোবাসে ঢোকায়। এ সময় কৌশলে জানালা দিয়ে লাফ দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে কলেজছাত্রীকে উদ্ধার করে এবং সকলকে আটক করে। ওই কলেজ ছাত্রী রাধা রাণী কর্মকার (ছদ্ম নাম) রাজশাহী গোদাগাড়ির একটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী এবং সে হিন্দু ধর্মাবলম্বীর । কলেজে পড়াশোনার সময় ওই এলাকার শফিউল ইসলাম (২৮) এর বিভিন্ন সময় মেয়েটি যৌন নিপীড়নের শিকার হলে মেয়েটি তার বোনের বাড়ি বনপাড়াতে পালিয়ে আসে। শফিউল ওই মেয়েটির সহপাঠীদের সহযোগিতা নিয়ে বনপাড়া এসে অপহরণের চেষ্টা চালায়।

তবে অবশেষে শফিউল, তার স্ত্রী, মাইক্রোবাসের চালক সহ ১০ জনকে আটক করে থানা পুলিশ।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর