চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে একটি পিকাপভ্যান, একটি মেটরসাইকেল, একটি সিএনজি ও ৭টি গরুসহ ডাকাত দলের প্রধান কানুসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া আড়গাড়া পলাশবাড়ী গ্রামের মৃত
কসিমুদ্দিনের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান কানু (৪৫), ডাকাত দলের সদস্য শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের মৃত সাজেমানের ছেলে শরিফুলইসলাম (২৫) ও একই ইউনিয়নের ধোবড়া গ্রামের ইয়াসিনের ছেলে রাকিব (২৫)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
জানা গেছে, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কানু ডাকাতের বাড়িতে কিছু ডাকাত চোরাই গরু বিক্রয়েরজন্য অবস্থান করছে। খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম
শাকিল হাসান ও তার সঙ্গীয় ফোর্স ডাকাত দলের প্রধান কানুর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে ও ২ থেকে ৩জন ডাকাত পালিয়ে যায়।
আটককৃতদের কাছ থেকে ডাকাতি করা ৭টি গরু, একটি পিকআপ, একটি সিএনজি ও একটি
মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা ঘটনার কথা স্বীকার করে। পূর্বে তাদের নামে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় ধৃত আসামীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করা হয় ও মামলাটি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।