25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

হবিগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার

আরও পড়ুন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায় পাইকপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের টহল দল শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী জানতে পারে, পাইকপাড়া এলাকায় একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। দ্রুত সেখানে অভিযান চালানো হলে ডাকাত দল অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। যৌথবাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। ইতোমধ্যে অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর