30.7 C
Dhaka
Friday, October 3, 2025

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে মধুর ক্যান্টিনে হাতাহাতি!

নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

আরও পড়ুন

বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে দফায় দফায় হাতাহাতি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। বুধবার দুপুর থেকে সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে উত্তপ্ত হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

খোঁজ নিয়ে জানা যায়, কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা হয়েছে দাবি করে একটি পক্ষ শ্লোগান দিতে থাকে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদের নামেও শ্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের একটি পক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদের পক্ষে স্লোগান দিচ্ছিলেন।অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার কমিটি দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দিচ্ছিলেন আরেকপক্ষ।

বুধবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করার কথা ছিল। তবে বিকাল সাড়ে ৫টার সময়ও তা হননি।রিফাত রশিদকে নতুন দলে না রাখার গুঞ্জনে একদলের স্লোগান ছিল ‘রিফাত রশিদের ভয় নাই রাজপথ ছাড়ি নাই’।

হট্টগোলের মধ্য দিয়েই ছয়টার দিকে সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করা হয়।

এছাড়া ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে নতুন এ ছাত্র সংগঠন।

এদিকে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের। পাশাপাশি সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর