25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১ দফার আলোকে রাষ্ট্রের সংস্কার করবে- আহমেদ আজম খান

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান বলেছেন, শুধু একটি নির্বাচিত সংসদই পারে সমস্ত সংস্কারকে বৈধতা দিতে। যদি নির্বাচিত সংসদই না থাকে তাহলে কে এতো এতো সংস্কারের বৈধতা দেবে?আমরা চেয়েছি ঠিক ততটুকু সংস্কার যতটুকু করলে সুষ্ঠু নির্বাচন হবে।তাই সংস্কারের কথা বলে আর নির্বাচন পেছাবেন না।আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে তারেক রহমানের ৩১ দফার আলোকেই হবে রাষ্ট্রের আসল সংস্কার।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন আহমেদ আজম খান।

বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচারে রাজপথ রঞ্জিত হয়েছে বিএনপির অগণিত নেতাকর্মীর রক্তে।৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।এমন কোন নির্যাতন নেই যা করা হয়নি।তবুও বিএনপিকে কেউ ভাঙ্গতে পারেনি।দেশের মানুষের অপরিসীম ভালোবাসায় কোন গুপ্ত পথে নয়, সামনাসামনি লড়াই করে বিএনপি নিজের অস্ত্বিত্ব রক্ষা করেছে।

আহমেদ আজম খান আরোও বলেন, বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিল।বিএনপি ও দেশের মানুষের কিছু প্রত্যাশা ছিল এ সরকারের কাছে।কিন্ত আমরা এখন দেখছি দেশে লাগামহীন পণ্যমূল্য বাড়ছে কিন্ত সরকার সমর্থন দিতে পারছে না।দেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে না। সরকারের ভেতরে ও বাইরে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সমাবেশ অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির মানবাধিকার কমিটির সদস্য এডভোকেট ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, সাইফুল ইসলাম আফতাব, সাবিনা ইয়াসমিন ছবি, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ অনান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর