এম এ আরিফ. বিশেষ প্রতিনিধি :
রাজশাহী মহানগরীর মুক্তমঞ্চ পদ্মাপাড়ে মুখে স্কচ টেপ প্যাঁচানো অবস্থায় পাওয়া লাশটি একজন ব্যবসায়ীর। তার নাম আবুল বাসার ওরফে মিন্টু (৩৫)। তিনি মহানগরীর মির্জাপুর পূর্বপাড়া মহল্লার কসিম উদ্দিনের ছেলে। বিনোদপুর বাজারে তার ইলেকট্রিকের দোকান আছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সামাজিক মাধ্যমে লাশের ছবি ছড়িয়ে পড়ার পর নিহত ব্যক্তির স্বজনেরা তাঁকে শনাক্ত করেছেন। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে ব্যবসায়ী আবুল বাসার নিখোঁজ ছিলেন।
গতকাল শুক্রবার বিকেলে নগরের লালন শাহ মুক্ত মঞ্চসংলগ্ন এলাকায় কাশবনে আবুল বাসারের লাশ দেখতে পান, ওই এলাকায় ঘুরতে যাওয়া লোকজন। পরে পুলিশকে জানানো হয়। নিহত আবুল বাসারের মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল। পলিথিনের ওপর স্কচ টেপ দিয়ে প্যাঁচানো ছিল।
ওসি আশরাফুল ইসলাম আরও বলেন, আলামত দেখে মনে হয়েছে, এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে।