25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

‘সংস্কারের নামে কালক্ষেপণ নয় নতুন নির্বাচন মানুষের প্রাণের দাবি’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে বক্তারা

আরও পড়ুন

আনোয়ারা প্রতিনিধি :::

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে বক্তারা বলেছেন সংস্কারের নামে অহেতুক কালক্ষেপন করছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের মানুষের  প্রাণের দাবি নতুন জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন নেতৃত্ব পছন্দ করবে। শনিবার বিকেলে আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠে দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ জনসমুদ্রে রুপ নেয়।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয়  বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, ‘ সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। কিন্তু গণমানুষের দাবি উপেক্ষা করে নতুন নতুন বয়ান তৈরি করা হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে দেশে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায় একটি পক্ষ। ‘

তিনি বলেন, যদি কেউ নতুন দল করতে চায়, তাহলে মাঠে আইসা করতে হবে। সিংহাসনে বসে কিংস পার্টি করলে দেশের মানুষ মেনে নেবে না। যারা তাদের পেছনে মদদ দিচ্ছে, আফগানিস্তান, সিরিয়ার মতো যারা দেশকে পদদলিত করে রাখতে চায়, দেশের মাটিতে তা কখনো সম্ভব হবে না।’

মাহবুবের রহমান শামীম বলেন, এখন নির্বাচন হলে দুই-তৃতীয়াংশ আসনে বিএনপি জয়ী হবে। কিন্তু এখন দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্র চলছে। আর যারা এ কাজটি করছে, গত ২০ বছর তারা আমাদের নেত্রীর আঁচলতলে ছিল। মুক্তিযুদ্ধ হলো দেশের মা। সেই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়া। সেই মুক্তিযুদ্ধকে যারা পদদলিত করতে চায়, তাদের মনে করিয়ে দিতে চাই, আমরা জিতেছিলাম, আপনারা পরাজিত হয়েছিলেন।’

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান এডভোকেট  আহমেদ আজম খান, সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলী আব্বাস, দক্ষিণ জেলা বিএনপির নতুন গঠিত কমিটির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক শাফায়ত হোসেন চৌধুরী পাপ্পাসহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর