25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

এটিএম আজহারের মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে জামায়াতের বিক্ষোভ মিছিল -সমাবেশ

আরও পড়ুন

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গামাটি::

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতের জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম।

জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে বনরূপা টেক্সী ষ্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে জামায়াতের বিভিন্ন উপজেলার আমীর সহ সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন ।

পৌর চত্বর ও বনরূপার বিক্ষোভ সমাবেশে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামাযাতে সেক্রেটারী মনছুরুল হক, জামায়াত নেতাএডভোকেট মোখতার আহমেদ, এডভোকেট হারুনর রশীদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফী। নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে গ্রেপ্তারকৃত আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় । আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। জামায়াত নেতৃবৃন্দ এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর