26 C
Dhaka
Thursday, October 2, 2025

রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক পর্যটন কেন্দ্রের পাহাড়ে আগুন, আতঙ্কে পর্যটকরা 

আরও পড়ুন

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গামাটি::

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রের নিচের পাহাড়ে দেয়া জুমের আগুনে অল্পের জন্য রক্ষা পেয়েছে বেশ কয়েকটি রির্সোট। সোমবার সন্ধ্যায় আগুনের লেলিহান শিখা পাহাড়ে ছড়িয়ে পড়লে রিসোর্টে অবস্থান করা হাজারো পর্যটক আতঙ্কিত হয়ে পড়েন।

সাজেকের সেনা সদস্য ও স্থানীয় লোকজনের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে সাজেকের নিচের পাহাড়ে আগুন দেওয়া হয়। বাতাস বেড়ে গেলে সেই আগুন ভয়াবহ রূপ নিয়ে নীল কাব্য রেস্টুরেন্ট ও মোনঘর রিসোর্ট এর নিচে আগুন ছড়িয়ে যায়। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পর্যটকরা বলছেন, আগুন এমনভাবে লেগেছে আরেকটু হলে অনেকগুলো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যেত। ক্ষতির সম্মুখিন হতো অসংখ্য পর্যটক।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, সাজেকে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি রিসোর্ট ও কটেজ রয়েছে। আগুনের ফলে সাজেকে আগত অনেক পর্যটকের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আগুনের প্রকৃত কারণ উদঘাটন করতে বলা হয়েছে বলে জানান তিনি ।
#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর