25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব – পলাশ ধর

আরও পড়ুন

নিজস্ব প্রতিনিধি::

ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি পিস পএিকার নির্বাহী সম্পাদক ও মানবাধিকার কর্মী শ্রী পলাশ ধর বলেছেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ‘

মানুষ মানুষের জন্য’, অবহেলিত অসহায় মানুষেরা দেশ ও মানব সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়,সেটা তাদের অধিকার। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

তিনি গতকাল রাউজানের পশ্চিমগুজরায় শশী মহাজনের বাড়িতে বসতভিটেহীন স্বামীহারা দুই সন্তানের জননী বাপ্পি ধরকে একটি টিনের ঘর করে দিতে ঢেউটিন বিতরণ কালে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম এডিটরস ফোরামের নির্বাহী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দীন চৌধুরী, বৈশাখী ধর (তিথি), অমিত পারিয়াল,তন্নয় পারিয়াল,নয়ন ধর,মিথন ধর,অপূর্ব ধর,রুমা ধর সহ আরো অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর