26 C
Dhaka
Thursday, October 2, 2025

বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, অভিযানে জব্দ দুই ডেম্পার ট্রাক

আরও পড়ুন

বাঁশখালী প্রতিনিধি::

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার পূর্ব চাম্বল মইত্তারবিল (বড়বিল) পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছেন বাঁশখালী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারী) রাতে বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল মইত্তরবিল এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। অভিযানের সময় বাঁশখালী থানার উপ-পরিদর্শক হাফিজের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

জানা যায়, বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ি এলাকা হতে রাজনৈতিকভাবে একটি দলের নাম ভাঙিয়ে কয়েকজন যুবক সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন। এ কারণে প্রতি বছরই বর্ষার মৌসুমে পাহাড় ভাঙা ও চলাচলের রাস্তাঘাট ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। অবৈধ বালু সিন্ডিকেট চক্র সদস্যরা প্রভাবশালী হওয়াতে এবং সমন্বয়ক পরিচয়ে দাপট দেখাতে কেউ কিছু বলার সাহস পায় না। গত ৫ আগস্ট থেকে স্থানীয় রহিম নামে এক যুবকের নেতৃত্বে ওই পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে দৈনিক ১০০ থেকে ১২০ ট্রাক বালু বিক্রি করছেন জানা যায়। এরপর প্রশাসন বেশ কয়েকবার অভিযান চালালেও জড়িতরা পালিয়ে যায়। দুর্গম এলাকায় হওয়ায় বেগ পেতে প্রশাসনকে। অবশেষে বৃহস্পতিবার রাতে পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় দুঃসাহসিক অভিযান চালিয়ে দুটি ডেম্পার ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসন।’

অভিযানে নেতৃত্বে দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন বলেন, ‘উপজেলার চাম্বলে গহীন অরণ্যে পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালি ও মাটি পাচারের খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও গাড়ি পাহাড়ের পাদদেশে লুকিয়ে রাখে অপরাধীরা। এ সময় বালিভর্তি দু’টি ডাম্পার জব্দ করা হয়। এতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘পাহাড় কাটা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। বর্তমানে রাতের বেলায় টহল জোরদার করা হয়েছে। ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর