26 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে তিন দিন ব্যাপী ‘গ্রামে বই মেলা’র উদ্বোধন 

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের ধরাইল জমিদার বাড়ি এলাকায় উদ্বোধন করা হয়েছে তিন দিন ব্যপী “গ্রামে বই মেলা”।

বিনোদন বিহারি চৌধুরী সংগ্রহশালা ও পাঠাগার এবং হাতিয়ন্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের আয়োজনে ধরাইল সরকারী প্রথমিক বিদ্যলয় মাঠে ১ম বারের মত আয়োজিত গ্রামে বই মেলা ২৫ এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আলী আশরাফ নতুন, সমাজকর্মী শামীম আরা লাইজু নীলা, সাংবাদিক মেহেদী হাসান বাবু,ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি সাধরণ সম্পাদক আলতাফ হোসেন, হাতিয়ন্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার এর সভাপতি আব্দুল মতিন, সম্পাদক বাকি বিল্লাহ রাশিদি, ধরাইল এলিভেন স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি ওয়াজেদ আলী,  ধরাইল বাজার কমিটি সভাপতি মাসুদ আহমেদ, জিল্লুর রহমান,  ফরহাদ আলী সহ অন্যানরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তার বলেন, গ্রামে বই মেলার ১ম এ আয়োজনের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

মেলা আয়োজনে সার্বিক সহযোগীতা করেন ধরাইল এলিভেন স্টার স্পোর্টিং ক্লাব। মেলায় ১০ টি বুক স্টল অংশগ্রহন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর