25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোর জেলা বিএনপি’র সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষনা 

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোর জেলার অধীন সকল উপজেলা, পৌর , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি।

গতকাল রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নাটোর জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়ক (রাজশাহী বিভাগ) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এড. সৈয়দ শাহীন শওকত ও সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম। সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপি’র আহবায়ক মোঃ রহিম নেওয়াজ। সঞ্চালনা করেন নাটোর জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় যে, ৯ ফ্রেব্রুয়ারী ২০২৫ইং তারিখ হতে নাটোর জেলাধীন সকল উপজেলা/পৌর, ইউনিয়ন/ওয়ার্ড ইউনিট বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অচিরেই সকল ইউনিট বিএনপি’র নতুন কমিটি ঘোষনা করা হবে।

জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ এতথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর