25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

পঞ্চগড়ে ২৪ টি দোকানে ঝুলছে তালা হতাশ ব্যবসায়ীরা

আরও পড়ুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ টি দোকান ঘরে তালাবদ্ধ করে দেয় একদল লোক । এতে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা ।

উপায় না পেয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন তারা। জানা গেছে, প্রতিষ্ঠানটি বাজারের মাঝে পরে যাওয়ায় জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি দুপাশের অংশের দেয়াল ঘেঁষে অসংখ্য ছোট বড় দোকান নির্মাণ করেছেন । এরমধ্যে জগদল উচ্চ বিদ্যালয় এর ১৭ টি এবং প্রাথমিক বিদ্যালয়ের সাতটি দোকানে ঝুলছে এখন তালা। ব্যবসায়ীদের দোকান ঘর জামানত বাবদ প্রতিজনের কাছ থেকে নেওয়া হয়েছে দুই থেকে তিন লক্ষ টাকা । প্রতিটি দোকান থেকে প্রতিমাসে পরিচালনা কমিটিকে ভাড়া বাবদ দেওয়া হয় ১ হাজার থেকে ১৫ শত টাকা। তবে জানুয়ারি শুরুতেই হঠাৎ একদল লোক এসে বিদ্যালয়ে জমি পাবে বলে অন্যায় ভাবে গালাগালি ও হুমকি প্রদান করে দোকান ঘর তালাবদ্ধ করে দেন । প্রায় ১৮-২০ দিন ধরে দোকান ঘরে তালাবদ্ধ থাকায় পরিবারদের শুরু হয়েছে করুণ দশা । বিভিন্ন সংস্থায় ঋণের কিস্তির দায়ভার এবং নিজ পরিবার নিয়ে চলতে চরম বিপাকে পরেছেন এই ২৪ টি পরিবারের দোকান মালিক ও কর্মচারীরা । দোকান নিয়মিত খুলতে না পাড়ায় পরিবারগুলো অসহায় অবস্থা বিরাজ করতে দেখা গেছে । এই দোকানগুলোর মধ্যে রয়েছে ফার্মেসি, হোটেল, কাঁচামাল, ফার্নিচার, মুদি দোকান সহ ভ্যারাইটিস রকমের নৃত্য প্রয়োজনীয় দোকান । আর এই দোকানে রক্ষিত অনেক মালামাল নষ্ট হয়ে যাওয়ার পথে। ব্যবসায়ীরা জরুরী ভিত্তিতে দোকান ঘর খুলে দেওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট বার বার অভিযোগ করার পরেও দোকান ঘর খুলার কোন ব্যবস্থা গ্রহণ করেননি তারা । এ বিষয়ে জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মল্লিকা সরকার মুঠোফোনে বলেন, আমাদের স্কুলের ৭টি দোকানেই তালাবদ্ধ করে দিয়েছে। এ বিষয়ে ইউএনও মহোদয়ের সহ জেলা শিক্ষা অফিসার কে জানানো হয়েছে বিষয়টি খুব তাড়াতাড়ি মীমাংসা করা হবে । তবে এ বিষয়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান ট্রেডিঙ্গে থাকার কারণে তার সাথে যোগাযোগ করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর