25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

দেশ নিয়ে  ছিনিমিনি খেললে সেটা  সহ্য করা হবে না বললেন পীর চরমোনাই

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার::

বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বরগুনা জেলা শাখার সম্মেলনে এ কথা বলেন, সংগঠনটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি আরো বলেন, ‘সমস্ত আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে ভারত আমাদের দেশকে মরুভূমি বানিয়েছে। ব্যবসার নামে আমাদের শোষণ করা হয়েছে। ‘

আজ ৮ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার) বিকাল ৩ ঘটিকায় বরগুনা আবুল হোসেন ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। (পীর সাহেব চরমোনাই)

সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী।

বক্তারা বলেন, ‘এদেশ আমরা রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, ছিনিমিনি খেলার জন্য নয়। হাসিনার সরকার আমাদের অনেক নির্যাতন, নিপীড়ন করেছেন। এই দেশে এক দল চায় দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু সংস্কার না করে কোন নির্বাচন করতে দেওয়া সম্ভব নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর