25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

রাতের আঁধারে সরকারী খাস ও ফসলি জমির মাটি কেটে বিক্রি

আরও পড়ুন

আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি:

আনোয়ারায় বেপরোয়া হয়ে উঠেছেন বিএনপি নেতা লায়ন হেলালের অনুসারীরা। পুরো উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন ব্যবসা বাণিজ্য দখলে নিতে মরিয়া হওয়ার বিভিন্ন অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে।

জানা গেছে, উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে সরকারী খাস জমি থেকে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। প্রতিদিন রাত হলেই শুরু হয় মাটি কাটার তোড়জোড়। গত কয়েক দিন ধরে সিন্ডিকেট করে স্কেভেটর দিয়ে খাস জমি থেকে এসব মাটি কেটে বিক্রি করছে। লায়ন হেলালের অনুসারীদের ছত্রছায়ায় এই মাটি কাটার সিন্ডিকেট পরিচালিত হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এছাড়া রায়পুর ইউনিয়নের সরেঙ্গা,
গহিরা, বার আউলিয়া এলাকায় ফসলি জমির মাটি স্কেভেটর দিয়ে কেটে ট্রাকে ট্রাকে করে বিভিন্ন জায়গায় বিক্রি করে ব্যবসা করে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিইউএফএল এর দক্ষিণে গোবাদিয়া এলাকায় রাতের আঁধারে বিস্তীর্ণ মাঠের মাঝখান থেকে স্কেভেটর মেশিন দিয়ে চলছে মাটি কাটার কর্মযজ্ঞ। ট্রাকের পর ট্রাক ভর্তি করে বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে এই মাটি। সারারাত ব্যাপী চলতে থাকে মাটি কাটা। দিনের বেলায় স্কেভেটর মেশিনটি পড়ে আছে দিনের আলোতে থেমে থাকে মাটি কাটা। এইভাবে মাটি কাটার কারণে পুকুরে পরিণত হয়েছে পুরো মাঠ।

স্থানীয়রা জানান, লায়ন হেলালের অনুসারীরা সিন্ডিকেট করে তাদের ছত্রছায়ায় রাতের আঁধারে সরকারী খাস জমির মাটি কেটে ট্রাকে ট্রাকে করে বিক্রি করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। মাটি কাটার সময় তাদের লোকজন আশেপাশে কড়া পাহারা দেয় যাতে ওই এলাকার ভিতর কেউ যেতে না পারে এবং ছবি তুলতে না পারে। তারা আরও জানায়, রাত হলে উপজেলা সদর, চাতরী চৌমুহনী, সেন্টার এবং গোবাদিয়া এলাকায় তাদের লোকজন অবস্থায় নেই যাতে উপজেলা প্রশাসন বা কোন সাংবাদিক গেলে তারা খবর পেয়ে যায়।

রায়পুর ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল, নাজমুল, আতিক, জহিরসহ আরো অনেকে জানান, লায়ন হেলালের সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা সিন্ডিকেট করে স্কেভেটর দিয়ে ফসলি জমি ধ্বংস করে মাটি কেটে বিক্রি করে ব্যবসা করছে। সায়েম, শোয়াইব, আরিফ, নাছির, জাহাঙ্গীর, মিনহাজসহ আরো অনেকে এ সিন্ডিকেটের সাথে জড়িত। বড় বড় ট্রাকে করে মাটি নিয়ে যাওয়ায় এলাকার রাস্তাঘাট, কালভার্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফসলি জমি, কৃষক ও রাস্তাঘাট রক্ষায় প্রশাসনের কাছে স্থায়ীভাবে মাটি কাটা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।

অবৈধভাবে বিভিন্ন এলাকা থেকে সরকারী খাস ও ফসলি মাটি কেটে বিক্রি করার বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, মাটি কাটার খবর ফেলে আমরা অভিযান চালাচ্ছি। কয়েক জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর