26 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

বণ্যার্ঢ্য র‍্যালী ও সমাবেশের মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সংগঠনটির জেলা কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এর সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মীর নুরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মীর কুতুবুল আলম, সাবেক জেলা সভাপতি আতিকুল ইসলাম রাসেল, জেলা সভাপতি আফতাব আলী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ ছাত্রশিবিরকে বিভিন্ন মামলা হামলা ও চক্রান্ত করে, ট্যাগ দিয়ে নিশ্চিহ্ন করার চেষ্টা চালিয়েছে। ছাত্র জনতার বিপ্লব প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ ছাত্র শিবির হারিয়ে যায়নি। ২৪ এর গণঅভ্যুস্থানে ছাত্র জনতার নেতৃত্ব দিয়ে দেশকে হাসিনা মুক্ত করেছে ইসলামী ছাত্রশিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর