আল আমিন, নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা বিএনপির নব-ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেমের পদ বাতিলের দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেছের জেলা বিএনপির দলের একাংশের নেতাকর্মীরা।
এসময় তারা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।আজ মঙ্গলবার বিকেলে নাটোর-বনপাড়া মহাসড়কের দত্তপাড়া বাজার এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরে দলীয় কোনো আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পদ পাওয়া এই নেতাকে । কিন্তু আজ তাকে কমিটিতে নেওয়া হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীরা হতাশ। আওয়ামী লীগের শাসন আমলে শিমুলের নির্বাচন করেছে তিনি। আওয়ামী লীগকে অর্থ যোগান দিয়েছেন। অথচ তাকে করা হয়েছে জেলা বিএনপির সদস্য। দ্রুত নাটোর জেলা কমিটি সংশোধন করে কমিটিতে ত্যাগীদের নাম দেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে জেলা বিএনপির নবঘোষিত কমিটির সদস্য আবুল কাশেম বলেন, ম্যাডাম খালেদা জিয়া আমাকে বলেছেন, এখন থেকে তোমার আর নাটোরে যাওয়ার দরকার নেই। তুমি ঢাকায় রাজনীতি করো। আমার বর্তমান রাজনৈতিক পদ হচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উপদেষ্টা। সেই সঙ্গে ২০১৩ সাল থেকে পুরো গাজীপুরের দায়িত্বে রয়েছি।দল আমাকে যোগ্য বলে বিবেচনা করেছে বলেই পদ দিয়েছে।