26 C
Dhaka
Thursday, October 2, 2025

দক্ষিণ জেলা বিএনপিকে স্বাগত জানিয়ে পটিয়ায় আনন্দ র‌্যালী

আরও পড়ুন

মহিউদ্দীন চৌধুরী পটিয়া(চট্টগ্রাম) :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ র‌্যালী বের করেছেন সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের সমর্থক ও পটিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সোমবার (৩ ফেব্রæয়ারি) বিকেলে আনন্দ র‌্যালীটি পটিয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পটিয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসষ্টেশন গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী বলেন, বহুল কাঙ্খিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণার মাধ্যমে নেতাকর্মীদের অপেক্ষার অবসান হয়েছে। পটিয়া বিএনপির আর কোন গ্রæপিং থাকবেনা। বিএনপি পরিবার আজ থেকে এক ও অভিন্ন। তিনি বলেন, বিএনপির হাই কমান্ড সব কিছু বিবেচনা করেই এই কমিটি দিয়েছেন। এই কমিটির বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত থাকবে তাদের মাঠেই জবাব দেওয়া হবে। তিনি বলেন, আমাদের অভিবাবক তারেক রহমানের দিকনির্দেশনায় পটিয়ার বিএনপি পরিবার গাজী শাহজাহান জুয়েল ও ইদ্রিছ মিয়ার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাবে। এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা আবদুল জলিল চৌধুরী, আবদুল মোনাফ, জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর বিএনপির নেতা জাহেদুল হক, মো. ইব্রাহিম, বিএনপি নেতা জিল্লুর রহমান, ইসমাইল চৌধুরী, জাহাঙ্গীর কবির, মুজিবুর রহমান, আবুল কালাম, নাসির উদ্দীন, নুরুল আমিন, ফরিদ উদ্দীন, খোকন মেম্বার, ইদ্রিস পানু, শফিউল আজম, আমির হোসেন, ফজলুল কাদের, জেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন মিয়া, জেলা ছাত্রদল নেতা গাজী মনির, ছাত্রদল নেতা মিশকাত আহমেদ, আবদুল বারেক, বাহাদুর খাদেমী, আবু সুলতান, বখতিয়ার উদদীন বকুল, আমিনুল হক, আবদুল মোতালেব মনু, বছরুল আলম, সালাম ফারুকী, আবু বক্কর রায়হান, সেলিম উদ্দীন, রিজু, যুবদল নেতা মাইমুনুল ইসলাম মামুন, আজাদ হাসান রিপন, নাছির উদ্দীন, আবু বক্কর রায়হান, আবু শহীদ রমজান ও জাবেদ প্রমুখ। প্রসঙ্গত, গত ২ ফেব্রæয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নব গঠিত কমিটি ঘোষণা করা হয়। এতে ইদ্রিস মিয়াকে আহ¦ায়ক, আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক, লিয়াকত আলীকে যুগ্ম আহবায়ক, মিশকাতুল ইসলামকে যুগ্ম আহবায়ক ও লায়ন হেলালকে সদস্য করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর