25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

কিশোর গ্যাং নেতা ওসমানের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি

আরও পড়ুন

আনোয়ারা (চট্টগ্রাম) থেকে:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানা পুলিশের অভিযানে মো. ওসমান (২৮) নামের এক কিশোর গ্যাং লিডার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রীয় কর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর মহাজন পাড়াস্থ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, আটককৃত ওসমান স্থানীয় মৃত আনোয়ারের ছেলে। তার বিরুদ্ধে স্কুল শিক্ষককে মারধর, নিজ এলাকার বিভিন্ন লোকজনের উপর হামলা, হুমকিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।

এদিকে ওসমান আটকের পর থেকে তার এলাকায় স্থানীয়রা স্বস্তি নিশ্বাস ফেলছেন। অনেকেই ফেইসবুকে দিচ্ছেন আনন্দের স্টাটাস। তবে তার আতংক কাটেনি হামলার স্বীকার হওয়া ব্যক্তিদের মাঝ থেকে। উপযুক্ত শাস্তি না হলে আবারও ফিরে এসে এলাকাবাসীর উপর হামলা, হুমকি ধমকি চালাবে বলে জানান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, “রাতে অভিযান চালিয়ে ছাত্রলীগের এক সক্রীয়কর্মীকে আটক করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও এলাকায় বিভিন্ন জনকে হুমকি ধমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর