26 C
Dhaka
Thursday, October 2, 2025

ডিম বিক্রি করা সেই চবি শিক্ষার্থী টুম্পার পরিবারে পাশে নাটোরের জেলা প্রশাসক

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে চবি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পা’র পাশে দাঁড়িয়েছেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন।

গততাল বৃহস্পতিবার বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে টুম্পার বাবাকে মানবিক সহযোগিতা হিসেবে একটি চার্জার ভ্যান গাড়ি উপহার দেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

গত ২৯ জানুয়ারী “ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন চবি ছাত্রী” শিরোনাম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রচারিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। পরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সহযোগিতায় মানবিক সহযোগিতার উদ্যোগ নেন জেলা প্রশাসন। টুম্পা বড়াইগ্রামের নগর ইউনিয়নের দোগাছী গ্রামের ভ্যানচালক আব্দুর রহিমের মেয়ে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্ষণ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

এর আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ যোগাতে টুম্পা কয়েন বাজারে একটি রেস্টুরেন্টে কর্মচারীর কাজ করতেন। সে সময় বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে অনেকেই তার ভর্তির খরচ যোগাতে এগিয়ে আসেন।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী হয়েও বাজারে এভাবে ডিম বিক্রির ঘটনাটি অবশ্যই সাহসী পদক্ষেপ। আমি খোঁজ নিয়েছি, ইতোপূর্বেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টুম্পাকে সহযোগিতা করা হয়েছে । আমাদের পক্ষ থেকে সামান্য উপহার তার পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করি, একই সাথে টুম্পার উদ্দেশ্যে বলেন, পড়াশোনা শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি অসহায় পিতার পাশে দাঁড়াতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর