25 C
Dhaka
Thursday, October 2, 2025

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকি উপজেলায় চাঁদা দাবির অভিযোগ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন স্বেচ্ছাসেবক দলের দুমকি উপজেলা শাখার সদস্য জি এম অলিউর রহমান ও জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মো. কাউসার আহমেদ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ জানুয়ারি জাকিয়া বেগম টিয়া নামে এক নারী দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে চাঁদা দাবির বিষয়টি প্রকাশ্যে আসে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা অলিউর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের অলিউর রহমানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

অন্যদিকে, শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে মো. কাউসার আহমেদকে বহিষ্কার করা হয়েছে।

সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে কাউসার আহমেদ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন, যা স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে তিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

দলীয় নেতাকর্মীদের দাবি, কাউসার আহমেদ স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। এমনকি বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের সমাবেশেও তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান তাকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কৃত দুই নেতার সঙ্গে সকল পর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও জেলা কমিটি।
#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর