25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ বিক্ষোভ ও মানববন্ধন

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোরে সহাসড়কে টমেটো ফেলে অবরোধ ও বিক্ষোভ করেছে কৃষকরা।

আজ বুধবার দুপুরে নাটোর শহরের নাটোর-রাজশাহী মহাসড়কের বেলঘড়িয়া ষ্টেশন বাইপাস এলাকায় কৃষকরা প্রায় আধা ঘন্টা মানববন্ধন করে। পরে মহাসড়কে টমেটো ফেলে বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা।

এসময় কৃষকরা ‘বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার করো, কৃষকের জীবন বাঁচাও’ স্লোগান দিতে থাকে তারা।

এতে করে তীব্র ভোগান্তিতে পড়েন ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন রুটের শতশত যাত্রী। কর্মসূচীতে নাটোর, রাজশাহী, গোদাগাড়ি, চাপাইনবাবগঞ্জের শত শত কৃষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমানউল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলামসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, ৫ শতাংশ থেকে ১০ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। ফলে এক বিঘা জমিতে ৫০ হাজার টাকায় টমেটো চাষ করে তা ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে না। নায্য মূল্য না পেয়ে কৃষকরা আর্থিক লোকসানে পড়ছেন। কৃষকদের বাঁচাতে কৃষকের উপর বর্ধিত ট্যাক্স অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর