25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বিএডিসির নির্বাহী প্রকৌশলী ও সহকারি প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

সেচ পাম্প স্থাপন নিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে নাটোর বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারি প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নাটোর জজ আদালতে বড়াইগ্রাম আমলি আদালতে মামলাটি দায়ের করেন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের রওশন আলী।

শুনানী শেষে বিচারক তৌহিদুর রহমান সুমন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে ডিবি পুলিশের ওসিকে নির্দেশ প্রদান করেন।

বাদি অভিযোগ করেন,তার কৃষি খামারের সেচের জন্য সরকারি ভাবে বরাদ্দকৃত সেচ প্রকল্পের আবেদন করেন। এজন্য তিনি কয়েক দফায় নির্বাহী প্রকৌশলী ও সহকারি প্রকৌশলীকে তাদের দাবি অনুযায়ী ৩ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন।দিনের পর দিন ঘুরিয়েও তার প্রকল্পে সেচ পাম্প না বসিয়ে ঘুষ গ্রহনের মাধ্যমে অন্য মৌজায় সেচ পাম্প স্থাপন করে শুভ নামে একজনকে ম্যানেজার নিয়োগ করেন।যার ওইখানে কোন জমি নাই।

মামলা প্রসঙ্গে নাটোর বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। মামলা হলে আইনগত পদক্ষেপ নিবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর