25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সভা

আরও পড়ুন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) আওতায় একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো: নাজমুন নূর।

এসময় বক্তারা বলেন, হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র যেখানে রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ঘটে। এ নদী থেকে সংগ্রহকৃত ডিম ও রেণু জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছের পোনা মানসম্পন্ন ও দ্রুতবর্ধনশীল হওয়ায় এটির চাহিদা সবসময় বেশি। হালদা নদীর অর্থনৈতিক অবদান উল্লেখযোগ্য; প্রতি বছর এটি জাতীয় অর্থনীতিতে প্রায় ৮০০ কোটি টাকার অবদান রাখে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও দেশের মৎস্য খাতের উন্নয়ন অব্যাহত থাকবে।

এছাড়া বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রজনন ক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি, নদীর পরিবেশ রক্ষা, ডিম সংগ্রহকারীদের জীবনমান উন্নয়ন এবং মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার বিভিন্ন পদক্ষেপের উপর আলোচনা করা হয়।

হালদা নদী সংলগ্ন কর্ণফুলী, শিকলবাহা, চান্দখালি, এবং সাংগু নদীতে মার্চ থেকে জুলাই পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, যুব উন্নয়ন কর্মকর্তা এবং বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর