25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে কুষ্ঠ রোগ নির্মূল করতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

২০৩৫ সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল করতে নাটোরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম।

কর্মশালায় বক্তব্য রাখেন নাটোর সদর হাসপাতালের চর্ম রোগ বিশেষজ্ঞ ডাঃ এস এম ফরহাদ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাসেল প্রমুখ ।

বক্তারা বলেন, মৃদু সংক্রমণশীল কুষ্ঠ রোগের জীবাণু হাঁচি, কাশি বা বতাসের মাধ্যমে ছড়ায়। ত্বকে দৃশ্যমান হলেও কুষ্ঠ একটি স্নায়ুবিক রোগ। কুষ্ঠ রোগের চিকিৎসা নিলে এ রোগ সম্পূর্ণ ভাল হয়। তবে চিকিৎসা নিতে বিলম্ব করলে এ রোগে বিকলঙ্গতা হওয়ার সম্ভাবনা থাকে। তবে চিকিৎসা গ্রহন করে বিকলঙ্গতার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। দেশের জেলা এবং উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে কুষ্ঠ রোগের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

সরকার ২০৩৫ সালের মধ্যে কুষ্ঠ নির্মূলে প্রচারণা, উদ্বুদ্ধকরণ কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করছে।

কর্মশালায় কুষ্ঠ রোগের চিকিৎসা অভিজ্ঞতা বিনিময় করেন কুষ্ঠ থেকে চিকিৎসা গ্রহন করে সুস্থ্য হওয়া আব্দুর রহিম ও আশরাফুল ইসলাম।

লেপ্রা বাংলাদেশ এর সহযোগিতায় কর্মশালায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর