25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে মা’কে হত্যার দায়ে মেয়ের ১০ বছরের আটকাদেশ

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে মা সেলিনা বেগমকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববিকে (১৬) ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই রায় দেন।

দন্ডপ্রাপ্ত ববি উপজেলার উত্তর নাড়ীবাড়ী এলাকার নজরুল ইসলামের মেয়ে।

আদালত সুত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মার্চ ববি তার স্বামীকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মা সেলিনা বেগমকে চাপ দেয়। মোটরসাইকেল দিতে অস্বীকার করায় মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ববি ব্লেড দিয়ে তার মা সেলিনার গলায় পোঁচ দেয়। এতে সেলিনা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরের দিন সেলিনা বেগমের ভাই সুলতান হোসেন হোসেন বাদী হয়ে তার ভাগ্নি নুসরাত জেরিন ববির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, এই ঘটনায় আদালত সাক্ষী গ্রহণ এবং শুনানি শেষে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ববিকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর