24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়রসহ ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালী:

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডা. মোঃ শফিকুল ইসলাম এবং সাবেক হিসাবরক্ষক এস. এম. শাহিনের বিরুদ্ধে ৪৪ লাখ ৮৩ হাজার ৭২৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (২২ জানুয়ারি) দুদক সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল রনি বাদী হয়ে এ মামলা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১১-১২ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত পটুয়াখালী পৌরসভার ভ্যাট ও ট্যাক্স খাতের টাকা বিভিন্ন ব্যয়ের অজুহাতে উত্তোলন করা হয়। কিন্তু উক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়।

অভিযোগ অনুযায়ী, ডা. মোঃ শফিকুল ইসলাম এবং এস. এম. শাহিন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বের চরম লঙ্ঘন করেছেন। ফলে, তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তবে, মামলার এজাহারে সাবেক সচিব মোঃ হেলাল উদ্দিনের নামও ছিলো কিন্তু তিনি ২০২০ সালের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় তাকে এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল রনি বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ প্রমাণের ভিত্তিতে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, এবং দোষীদের আইনের আওতায় আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর