25 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে ভুয়া চক্ষু ডাক্তার আটক-ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে জাল সার্টিফিকেট ব্যবহার করে চক্ষু ক্যাম্প পরিচালনা করায় শাহিন আলম ও স্বপ্না খাতুন নামে ২ জন ভুয়া চক্ষু ডাক্তারকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামে জিল্লুর রহমান তোতার বাড়িতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত চোখের আলো চক্ষু হাসপাতালের নামে ফ্রি চক্ষু ক্যাম্প চলাকালে উপজেলা সহকারী কমিশনার আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতে শাহিন আলম ও স্বপ্না খাতুনকে তাদের সার্টিফিকেট দেখাতে বললে তারা কম্পিউটার থেকে তৈরীকৃত সার্টিফিকেট দেখালে তা জাল প্রমানিত হওয়ায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী শাহিন আলমকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং স্বপ্না খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন কুমার দত্ত উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর