25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে পয়ঃনিষ্কাশন (স্যানিটেশন) ও স্বাস্থ্য (হাইজিন) বিষয়ক জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নাঈম মোহাম্মদ হাসান, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়সহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের সঠিক উপায়ে হাত ধোয়ার নিয়ম দেখানো হয়।

এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়াও জেলা প্রশাসক আসমা শাহীন পার্শ্ববর্তী কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, ক্রীড়া সামগ্রী এবং চকলেট উপহার দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর