26 C
Dhaka
Thursday, October 2, 2025

কিংসের সামনে এবার অপ্রতিরোধ্য রাইডার্স

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে বিপিএলের সবচেয়ে উত্তেজনাময় খেলা। এবারের বিপিএলের এখন পর্যন্ত সবছেয়ে সফল দল রংপুর রাইর্ড়াস যারা ঢাকা আর সিলেট পর্ব শেষে ৭ ম্যাচ খেলে সবকটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের শীর্ষে। আজ শীর্ষ টিমের মুখোমুখি হচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা ক্লার্কের চিটাগাং কিংস। 

 চিটাগাং  কিংস সর্বমোট ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে । গতকাল ঘরের মাঠে খুলনা টাইগারসের মুখোমুখি হয়েছিল চিটাগাং কিংস।  ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে খুলনার কাছে হারলেও এরপর আর কেউ আটকাতে পারেনি কিংসকে।গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিতে ম্যাচ জেতার মতো রসদ পেয়ে গিয়েছিল চিটাগং কিংস। ঘরের মাঠে দর্শকদের সমর্থনটা ছিল বোনাস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের পক্ষে পুরোটা সমর্থন পেয়ে সেটা দারুণ প্রতিদানও দিল বন্দর নগরীর দলটা। ২০১ রানের লক্ষ্য দিয়ে ২০ ওভার শেষে খুলনাকে ১৫৫ রানে আটকে দিল চিটাগং। ৪৫ রানের এই জয়ে টানা চার ম্যাচ জিতল তারা।

এই খুলনার বিপক্ষেই ৩৭ রানে হেরে এবারের বিপিএল শুরু করেছিল চিটাগং। গতকাল নিজেদের ঘরের মাঠে তাদের হারিয়ে প্রতিশোধই নিলেন মোহাম্মদ মিঠুনরা। চলতি আসরে চিটাগংয়ের টানা চতুর্থ জয় এটি, ওদিকে খুলনা হেরেছিলো টানা চার ম্যাচ।

এদিকে,  চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচে স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে খুলনাকে উডিয়ে দিয়ে মধুর প্রতিশোধ নেয়া চিটাগাং কিংস আজ মুখোমুখি হচ্ছে হট ফেভারিট রংপুর রাইডার্সের। একদিকে সব ম্যাচ জিতে অপ্রতিরোধ্য খেতাব নিয়ে বেশ কনফিডেন্ট রংপুর রাইডার্স অন্যদিকে চট্টগ্রামের মাঠিতে নিজেদের দর্শকদের সামনে ছেড়ে কথা বলবে না চট্টগ্রাম কিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই হট ফেভারিটের মাঠের লড়াই দেখতে মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরা।

শুক্রবার সন্ধ্যায় দিনের চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচটি।

হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চিটাগাং কিংস সমর্থক গোষ্ঠী। চিটাগাং কিংস সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জানান, ‘ স্টেডিয়ামে আজ বিপুল ভক্তের উপস্থিতি দলকে অনুপ্রেরণা দেবে। বিকাল থেকে সমর্থকদের সবাই জার্সি পড়ে স্টেডিয়ামে এসেছে। ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর