26 C
Dhaka
Thursday, October 2, 2025

প্রতিবন্ধীদের উন্নয়নে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে- ভ্যালেরি অ্যান টেইলর

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে গতকাল শুক্রবার দিনব্যাপি প্রতিবন্ধীদের মাঝে সময় কাটিয়েছেন সাভার পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপির প্রতিষ্ঠাতা ব্রিটিশ নাগরিক ভ্যালেরি অ্যান টেইলর।

এ সময় তিনি উপজেলার ভরতপুর গ্রামে বড়াইগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং কম্বল বিতরণ করেন।

পরে তিনি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

ভ্যালেরি অ্যান টেইলর বলেন,প্রতিবন্ধীদের উন্নয়নের সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সমাজে তাদের বোঝা মনে না করে তাদের চিকিৎসা ও পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে। তাহলে একসময় তারা সমাজের সম্পদ হয়ে গড়ে উঠবে। তাদের প্রতি সহানুভূতি ও ভালোবাসাই পারে তাদেরকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে।

আব্দুল আউয়াল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিআরপির সমাজকল্যাণ বিভাগের ইনচার্জ মোহাম্মদ শফিউল্লাহ, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোক্তার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রবিউল করিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর