26 C
Dhaka
Thursday, October 2, 2025

পটিয়ায় নির্বাচন অফিসে তথ্য নিতে এসে রোহিঙ্গা নাগরিক আটক

আরও পড়ুন

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে পটিয়া উপজেলায় মো. সাবের নামের এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি জাতীয়তা পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পটিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মো. সাবের নামের এক ব্যক্তি পটিয়া উপজেলা নির্বাচন অফিসে আসেন। এসময় তিনি পরিচয় গোপন করে আরেক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামালের এআইডি কার্ড ব্লক কেন জানতে চান এবং ব্লক খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

তথ্য যাচাই বাছাই করতে গিয়ে নির্বাচন অফিসের কর্মকর্তারা দেখেন, ২০১৮ সালে রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়ার কারণে আনোয়ার কামাল নামের ওই এনআইডি কার্ড ব্লক (স্থগিত) করে কর্তৃপক্ষ। পরে সন্দেহ হলে মো. সাবেরকে আটকে রেখে পুলিশকে খবর দেয় নির্বাচন অফিসের দায়িত্বশীলরা। পুলিশ এসে সাবেরকে আটক করে।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি মো. সাবের ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্পে আসেন। কিন্তু ২০২২ সালে ভুয়া নাম ঠিকানা দেখিয়ে এনআইডি সংগ্রহ করেন। এবার তিনি এসেছিলেন আনোয়ার কামাল নামের অন্য এক রোহিঙ্গার এনআইডির ব্লক খুলতে। যাচাই-বাছাই শেষে সন্দেহ হলে আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে আটক করেছে।

পটিয়া থানার এসআই ইয়ামিন বলেন, নির্বাচন অফিসারদের কাছ থেকে খবর পেয়ে মো. সাবের নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর