নাটোরের সিংড়ায় পূর্ববাংলা সর্বহারা পার্টির পোস্টারিং – এলাকায় উদ্বেগ

0
87

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকায় রাতের আঁধারে পুর্ব বাংলা সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে পোস্টারিং হওয়ায় নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে এই অঞ্চল জুড়ে।

এলাকাবাসি জানায়, মঙ্গলবার মাঝরাতে চামারি ইউনিয়নের বিলদহর বাজারের বিভিন্ন দোকানের দেয়ালে এবং ব্রীজের উপর পুর্ব বাংলা সর্বহারা পার্টির নামে পোস্টার লাগানো হয়।

পোস্টারগুলোতে লেখা হয়, ২ জানুয়ারি-২০২৫ পার্টি-প্রতিষ্ঠাতা ও মহান নেতা কমরেড সিরাজ শিকদারের পঞ্চম তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করুন, কমরেড সিরাজ শিকদারের বিপ্লবী ঐতিহ্যকে ভিত্তি করুন তার দুর্বলতা এবং ত্রুটিকে অতিক্রম করুন!
গ্রামাঞ্চল কৃষি বিপ্লব ও গণযুদ্ধকে কেন্দ্র করে বিপ্লবী
রাজনীতিকে এগিয়ে নিয়ে চলুন। মার্কাসবাদ-লেলিনবাদ মাওবাদ-জিন্দাবাদ অপর একটি পোস্টারে লেখা রয়েছে কেন্দ্রীয় কমিটি পুর্ব বাংলার সর্বহারা পার্টি।

পোস্টারের শিরোনাম দেয়া হয়েছে দুনিয়ার সর্বহারা ও নিপীরিত জাতি জনগণ এক হও!

উল্লেখ্য: স্বাধীনতা পরবর্তীকালে সর্বহারাদের ব্যাপক দৌরাত্ম ছিল । রাস্তাঘাট তৈরি, বিদ্যুতায়ন, এবং পুলিশের সংখ্যা বৃদ্ধি হলে সর্বহারাদের দৌরাত্ম ও তৎপরতা কমে আসে। তবে সম্প্রতি নাটোরের সিংড়ায় পুলিশী তৎপরতায় পরিস্থিতির উন্নতি হলেও ফের তাদের পোস্টারিং এলাকার মানুষকে উদ্বিগ্ন করেছে ।

এ বিষয়ে জানতে চাইলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, ঘটনা জানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি পর্যবেক্ষন করেছে । আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here